মূল পাতা আন্তর্জাতিক বিদেশি শিক্ষার্থীরা আর পড়তে পারবে না হার্ভার্ডে
আন্তর্জাতিক ডেস্ক 23 May, 2025 11:42 AM
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এমনই এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর। ট্রাম্পের সিদ্ধান্ত মোতাবেক, এখন থেকে আর বিদেশি শিক্ষার্থীরা পড়তে পারবে না সেখানে।
বৃহস্পতিবার (২২ মে) আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, হার্ভার্ড এখন থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অবশ্যই ‘ট্রান্সফার’ করতে হবে নইলে তাঁরা আইনগত বৈধতা হারাবেন। সিএনএন ওই তথ্য জানিয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গত শিক্ষাবর্ষে ৬ হাজার ৭৯৩ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। যা মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর ২৭ দশমিক ২ শতাংশ।
শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের বিষয়ে বিস্তারিত তথ্য না দিলে বিদেশি শিক্ষার্থী ভর্তির বন্ধের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস জানায়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম হার্ভার্ডকে চিঠি দেন। সেখানে বলা হয়,আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সনদ বাতিল করা হলো।
ওই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, এটি বেআইনি। তাৎক্ষণিক দেওয়া বিবৃতিতে বলা হয়, ১৪০টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থী ও গবেষকদের গ্রহণ করার সামর্থ্যের বিষয়ে হার্ভার্ড প্রতিজ্ঞ।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন জানান, বিশ্ববিদ্যালয় কমিউনিটির সদস্যদের দিকনির্দেশনা ও সহায়তার জন্য কাজ চলছে। তিনি আরও জানান, এ প্রতিশোধমূলক কাজ হার্ভার্ড কমিউনিটি এবং দেশের জন্য গুরুতর ক্ষতির হুমকি।
গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভিসাধারী শিক্ষার্থীদের বিষয়ে তথ্য চেয়ে হার্ভার্ডকে চিঠি দেন ক্রিস্টি নোয়েম। বিদেশি শিক্ষার্থীদের পাঠক্রম বিষয়েও তথ্য চাওয়া হয়।